বিশ্বের বৃহত্তম জেনেটিক্স গবেষণা শুরু করেছে স্থানীয় চ্যারিটি সংস্থা

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ ইস্ট লন্ডন ভিত্তিক স্বাস্থ্য অসমতা এবং সম্প্রদায়ের বিকাশে নিয়োজিত দাতব্য সংস্থা সোশ্যাল এ্যাকশন ফর হেলথ (এসএএফএইচ) কুইন মেরি ইউনিভার্সিটির সাথে মিলে বাংলাদেশী এবং পাকিস্তানি বংশোদ্ভূত জনগোষ্টির জেনেটিক্স (প্রজননশাস্ত্র) নিয়ে বিশ্বের বৃহত্তম এক গবেষণা কার্যক্রম শুরু করেছে।যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী এবং পাকিস্তানী বংশোদ্ভূত লোকজনের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে হৃদরোগ, টাইপ-টু ডায়াবেটিস এবং দুর্বল স্বাস্থ্যের হার সবেচেয়ে বেশি। একটি প্রচারণামূলক ভিডিও তৈরী করা হয়েছে যেটি শেয়ার করার মাধ্যমে সংস্থাটি ব্রিটিশ বাংলাদেশী ও ব্রিটিশ পাকিস্তানীদের দৃষ্টি আকর্ষণ করতে পারবে বলে আশাবাদী। ভিডিওটি তাদের ওয়েবাসইট (www.safh.org.uk) এ দেখা যাবে।

ভবিষ্যত প্রজন্মের জন্য স্বাস্থ্যক্ষেত্রে বিরাজিত অসমতার চক্র ভেঙ্গে ফেলা,স্বাস্থ্য ও ওষুধের মান বৃদ্ধির লক্ষ্যে ব্রিটিশ বাংলাদেশী ও পাকিস্তানি কমিউনিটির লোকজন যেন মাত্র ৫ মিনিট সময় দেন,সেজন্য তাদেরকে উদ্বুদ্ধ করাই এর মূল লক্ষ্য।দক্ষিণ এশীয় বংশোদ্ভূত লোকজন এই গবেষণা কার্যক্রমে যোগ দিতে পারেন, যেখানে এরই মধ্যে ৫০ হাজারেরও বেশি লোক যোগ দিয়েছেন।আরো বিস্তারিত তথ্য জানতে এবং এতে অংশ নিতে আগ্রহীরা www.safh.org.uk –এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

You might also like