বিশ্ব যক্ষ্ম দিবস উপলক্ষে সিভিল সার্জন অফিসের কর্মসূচি পালন

সিলেট অফিস 
সত্যবাণী
‘হ্যাঁ, আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি’ এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব যক্ষ্ম দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা  হয়েছে।
২৪ মার্চ রোববার প্রতিবছরের ন্যায় সিলেট সিভিল সার্জন অফিসের উদ্যোগে সিভিল সার্জন কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারি এবং বিভিন্ন বেসরকারি সংগঠনের প্রতিনিধি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে নগরিতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
র‌্যালি পরবর্তী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী। এ সময় তিনি যক্ষ্মা নির্মূল এবং এর চিকিৎসার বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং যক্ষ্মা নির্ণয়ে সিলেট জেলার অগ্রগতির ব্যাপারে গুরুত্বারোপ করেন।
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির মেডিকেল অফিসার ডা. আবির হোসেন বলেন, শিশু যক্ষ্মা রোগী শনাক্তকরণে সিলেট জাতীয়ভাবে সবচেয়ে এগিয়ে রয়েছে। সিলেট জেলার প্রায় সব ক’টি উপজেলায় জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে যক্ষ্মা রোগী শনাক্ত করা হচ্ছে।
আইসিডিডিআর’বি’র প্রোগ্রাম অফিসার মো. খালিলুর রহমান খান বলেন, সিলেট সিভিল সার্জন কার্যালয়ের তদারকিতে পোর্টেবল এক্সরে মেশিনের মাধ্যমে হাওড় ও চা বাগান এলাকাসহ সকল উপজেলার হার্ড টু রিচ এলাকাগুলোতে গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তায় যক্ষ্মা রোগী শনাক্ত করা হচ্ছে।
মেডিকেল অফিসার (ডিআরএস) ডা. স্নিগ্ধা তালুকদার’র সঞ্চালনায় আলোচনায় আরো অংশ নেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মাইমুন নাহার নাসরিন, সিলেট টিবি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. এহসানুল ইসলাম, সিলেট টিবি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তামান্না বেগম, প্রোগ্রাম অর্গানাইজার আব্দুল আউয়াল প্রমুখ।
সভায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার, হীড বাংলাদেশ, নাটাব, এসএটিবি-এর প্রতিনিধিবৃন্দ আলোচনায় অংশ নিয়ে তাদের ভূমিকা তুলে ধরেন।
আলোচনা সভা শেষে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কোম্পানীগঞ্জ, সিলেট-এ জিন এক্সপার্ট কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় পরিচালক-স্বাস্থ্য- ডা. মো. আনিসুর রহমান এবং সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট এর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ও সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রন) ডা. মো. নূরে আলম শামীম, সিলেট এনটিপির ডিভিশনাল টিবি এক্সপার্ট ডা. শাহিদ আনোয়ার রুমি, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামরুজ্জামান, হীড বাংলাদেশ এর প্রকল্প পরিচালক যাকোব দাস প্রমুখ।

You might also like