বিয়ানীবাজারে চাঞ্চল্যকর নজরুল হত্যা মামলায় এক যুবকের ফাঁসি
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেটের বিয়ায়ীবাজারের বহুল আলোচিত চাঞ্চল্যকর নজরুল ইসলাম হত্যা মামলায় আব্দুল মুবিন নামে এক যুবকের ফাঁসির রায় ঘোষণা করেছেন আদালত। রোববার (১২ জুন) দুপুরে সিলেটের জেলা ও দায়রা জজ ৩য় অতিরিক্ত আদালত মিজানুর রহমান ভূঁইয়া এই মৃত্যুদন্ড ও এক লক্ষ টাকা জরিমানার রায় ঘোষণা করেন। এ তথ্যটি নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী সৈয়দ আনোয়ারুল ইসলাম।আদালত সূত্রে জানা যায় যে, ২০১৯ খ্রিষ্টাব্দের ২৮ ডিসেম্বর বিয়ানীবাজার উপজেলার লাওতা ইউনিয়নের নন্দিফল গ্রামের রাজমিস্ত্রী খলিল উদ্দিনের পূত্র নজরুল ইসলামকে সন্ধ্যার পর মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। এরপর রাত ৭টা ৪০ মিনিটে স্ত্রীসহ পরিবারের সদস্যরা লোকমুখে শুনতে পান টিকরপাড়া গ্রামের রাস্তার পাশে কে বা কারা নজরুল ইসলামকে গলা কেটে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেছে। পরে ঘটনাস্থলে বিয়ানীবাজার থানা পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় তখন নজরুল ইসলামের স্ত্রী বাদী হয়ে বিয়ানীবাজার থানায় অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন। নিহত নজরুল ইসলামের মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ ও পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে জানা যায়।
এ মামলায় পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি আব্দুল মুবিন লিমনকে গ্রেফতার করে। আসামি লিমন এই হত্যাকান্ডে সংশ্লিষ্টতা স্বীকার করে। তার তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডে ব্যবহৃত চাকুসহ আলামত উদ্ধার করে। একই সাথে আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তি প্রদান করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এই মামলায় সিলেট জেলা ও মহানগর দায়রা জজ ৩য় অতিরিক্ত আদালত মিজানুর রহমান ভূঁইয়া একমাত্র আসামী আব্দুল মুবিন লিমনকে মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন, পাশাপাশি ১লক্ষ টাকা জরিমানা ঘোষণা করেন।
এই মামলায় রায়ে নিহত নজরুল ইসলামের ভাই হাসান আহমদ আসামির মৃত্যুদন্ডের রায় ঘোষণা হওয়ার সন্তোষ প্রকাশ করেন।বাদীপক্ষের আইনজীবী এ্যাডভোকেট আব্দুর রহমান আফজল বলেন, আমরা ন্যায়বিচার পেয়েছি, দ্রুত এই রায় কার্যকর হবে বলে আশা করি। আসামীপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন এ্যাডভোকেট সুরুজ আলী।রাষ্ট্রপক্ষের পক্ষের এপিপি এ্যাডভোকেট সুফিয়া মালেকা পারভীন বানু এই মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, দ্রুত সময়ে মামলা রায় ঘোষণা করা হয়েছে। বাদী ন্যায় বিচার পেয়েছে। মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদে এই নির্মম হত্যাকান্ড ঘটে।