বিয়ের গাড়ি আটকে চাঁদাবাজি করবে না সিলেটের হিজড়ারা
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেটে বিয়ের গাড়ি আটক না করার সিদ্ধান্ত নিয়েছেন হিজড়া নেতৃবৃন্দ।
সোমবার রাতে সিলেট হিজড়া কল্যাণ সংস্থার কার্যালয়ে হিজড়াদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় কোন হিজড়া রাস্তায় বিয়ের গাড়ি আটক করলে তাদের পুলিশে দেয়ার পরামর্শ দেয়া হয়।সিলেট হিজড়া কল্যাণ সংস্থার সভাপতি হিজড়াদের গুরুমা সুন্দরী হিজড়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন লিপি হিজড়া, কালি হিজড়া, সিলেট হিজড়া বাউল সংগঠনের সভাপতি রাণী মুখার্জী হিজড়া ওরফে রানা হিজড়া, সিলেট হিজড়া যুব সংগঠনের সভাপতি সুকতা হিজড়া, পায়েল হিজড়া, রুবেল হিজড়া প্রমুখ।
এ সময় হিজড়ারা বলেন, শুভকাজে কাউকে আমারা বাঁধা দিতে চাই না। দেশের কোন জেলার হিজড়ারা বিয়ের গাড়ি আটক করে না। শুধু আমাদের সিলেটেই বিয়ের গাড়ি আটক করা হয়। এটা আমাদের জন্য লজ্জার। বাধ্য হয়েই আমরা বিয়ের গাড়ি আটকে কিছু টাকা নিয়ে খাবার খাই। এখন আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি, সিলেটের কোন হিজড়া রাস্তায় দাঁড়িয়ে বিয়ের গাড়ি আটক করবে না। তবে বিয়ের সেন্টারে গিয়ে মানুষের কাছে দান চাইবো।হিজড়া নেতৃবৃন্দ কেউ বিয়ের সেন্টারে হিজড়াদের খালি হাতে হাতে ফেরৎ না দেয়ার এবং কোন খারাপ ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন।