বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নিউইয়র্কে নির্মূল কমিটির ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত

স্বীকৃতি বড়ুয়া
সত্যবাণী

নিউইয়র্কঃ ২৫শে মার্চ, ১৯৭১। রাতের অন্ধকারে রচিত হয়েছিল মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায়।বাঙালির মুক্তিসংগ্রামের আন্দোলনকে শ্বাসরুদ্ধ করতে ঘুমন্ত নারী শিশুসহ নিরীহ নিরস্ত্র বাঙালির উপর ঝাপিয়ে পরে পাকিস্তানি হানাদার বাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে ঢাকায় চালানো হয় গণহত্যা।সেই কাল রাত্রিতে সংঘটিত গণহত্যায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টার। নিউইয়র্কের জ্যামাইকার হিলসাইড এভিনিউতে প্রদীপ প্রজ্বলন করে উপস্থিত নেতৃবৃন্দ ২৫শে মার্চের গণহত্যায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষন নীরবে দাঁড়িয়ে থাকেন ।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টার-এর সহসভাপতি অধ্যাপিকা নাজনীন সিমন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়ার পরিচালনায় গণহত্যা দিবসের প্রদীপ প্রজ্বলনে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সমবেত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে ১৯৭১ সালের মার্চ মাসের কথা স্মরণ করতে গিয়ে আবেগাফ্লুত হয়ে পরেন এবং অনেকে সেই ভয়াল ২৫শে মার্চ রাতে ঢাকায় অবস্থানের কথা বর্ণনা করেন।  উপস্থিত নেতৃবৃন্দ ২৫শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণা দিয়ে বিশ্ববাসীকে গণহত্যার ভয়াবহতা সম্পর্কে জানানো, গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া এবং বাংলাদেশে বাকি যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

প্রদীপ প্রজ্বলনে উপস্থিত ছিলেন নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টারের উপদেষ্টা যথক্রামে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, কলামিস্ট শীতাংশু গুহ ও শহীদ সন্তান কবি হাসান আল আবদুল্লাহ, সংগঠনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা সাব্বির হোসেন মতি, বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অভিনাশ দত্ত, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল বাতেন, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান সিকদার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য জহুরুল ইসলাম, এডভোকেট মুজিবুর রহমান, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী, নির্মূল কমিটি নিউইয়র্কের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল হোসেন স্বপন, মূলধারার রাজনীতিবিদ ডেমোক্রেট লিডার এলভাট ভালেডো, সামিউর হাসান, সামিয়া জামান, প্রমুখ।

 

You might also like