বৃটিশ ব্রেক্সিট মন্ত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী লর্ড ফ্রস্ট। তিনি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার (ব্রেক্সিট) চুক্তি ও উত্তর আয়ারল্যান্ড প্রোটোকল নিয়ে যুক্তরাজ্যের আলোচনার নেতৃত্ব দিচ্ছিলেন।প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে এক চিঠিতে লর্ড ফ্রস্ট বলেন, ব্রেক্সিট এখন সম্পূর্ণ নিরাপদ। আমি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলাম।বিবিসি নিউজ জানায়, লর্ড ফ্রস্ট গত সপ্তাহে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন। রবিবার (১৯ ডিসেম্বর) তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। তিনি মহামারি করোনা ভাইরাস মোকাবিলা নিয়ে আংশিক দ্বিমত পোষণ করেছিলেন।

চিঠিতে লর্ড লর্ড বলেছেন, দ্রুত আমার পদত্যাগ পত্র কার্যকর হবে। দেশে স্বল্প কর অর্থনীতি দেখার ইচ্ছা প্রকাশ করছি। আশা করি, আমরা দ্রুত সেখানে যেতে পারব, যেখানে আমাদের যেতে হবে। একটি হালকা নিয়ন্ত্রিত, স্বল্প কর, উদ্যোক্তা অর্থনীতি, আধুনিক বিজ্ঞান এবং অর্থনৈতিক পরিবর্তন আমাদের প্রয়োজন।লর্ড ফ্রস্টের পদত্যাগের ফলে উত্তর আয়ারল্যান্ড প্রোটোকলের প্রতি যুক্তরাজ্যের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করা হচ্ছে।লর্ড ফ্রস্টের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বরিস জনসন বলেছেন, ব্রিটেনের প্রতি আপনার ঐতিহাসিক সেবার জন্য আমরা গর্বিত।

You might also like