বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ সাবেক এমপি এবং বেঙ্গল গ্রুপ ও বেসরকারি টেলিভিশন আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।ডিবি সূত্র জানায়,বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়।তাকে রিমান্ডের আবেদন করে বুধবার আদালতে সোপর্দ করা হবে।জানা গেছে, মোরশেদ আলম ২০১৪ সালে নোয়াখালী-২ আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন।এরপর ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনেও এমপি নির্বাচিত হয়েছেন। তিনি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালক।