বৈদ্যুতিক লাইনের ফানুস অপসারণ, দুই ঘণ্টা পর মেট্রোরেল চলাচল শুরু

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ গতরাতে উড়ানো কয়েকটি ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর পড়েছিল। এজন্য দুর্ঘটনা এড়াতে আজ সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত চলাচল বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ।দুই ঘণ্টায় ফানুস অপসারণের পর মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।আজ সকাল ১০টা ০৫ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে ডাউন লাইনে আগারগাঁও স্টেশনে এসে পৌঁছায় প্রথম ট্রেন।এরপর আগারগাঁও স্টেশন থেকে আপলাইনে ১০টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে পুনরায় ছেড়ে যায় মেট্রোরেলটি। আজ রবিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) থেকে এ তথ্য জানা গেছে।ডিএমটিসিএল সূত্র জানায়, গতরাতে ফানুসের ফলে মেট্রোরেলের বৈদ্যতিক তারে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারতো।ঢাকায় থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কোনো ধরনের আয়োজন করার সুযোগ ছিল না। কঠোর নিষেধাজ্ঞা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছিল মানুষের বাসাবাড়ির ছাদকেও। কিন্তু তাতে থামিয়ে রাখা যায়নি উদযাপনকে। আতশবাজি আর ফানুসে ভরপুর ছিল ঢাকার আকাশ।

You might also like