বৈধ পথে শ্রমিক নেবে ইতালি

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বাংলাদেশ থেকে বৈধ পথে ইতালিতে কৃষি শ্রমিক পাঠানোর বিষয়ে রাজি হয়েছে সে দেশের সরকার।সোমবার (১২ অক্টোবর) এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন গণমাধ্যমকে এই তথ্য জানান।মন্ত্রী তার বার্তায় জানিয়েছেন, চলতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোম সফরের সময়ে তিনি ইতালির প্রধানমন্ত্রীকে বাংলাদেশের কৃষি শ্রমিকদের ফার্ম ওয়ার্কার্স প্রোগ্রামে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে ইতালির সরকার বাংলাদেশিদের এই সুযোগ দিয়েছে।পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাংলাদেশি কৃষি শ্রমিকরা নিয়ম ভঙ্গ করে দেশে ফেরত না আসার কারণে ইতালির সরকার এর আগে এই সুবিধা প্রত্যাহার করে নেয়।

উল্লেখ্য, এরআগে বাংলাদেশ ও ইতালির মধ্যে একটি চুক্তি ছিল। সেই চুক্তির অধীনে প্রায় ১৮ হাজার বাংলাদেশি সে দেশে গেলেও নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত এসেছে ১০০ এর কম শ্রমিক। এ কারণে ২০১২ সাল থেকে এই সুবিধা বন্ধ করে দিয়েছে রোম।

You might also like