ব্যবসায়ীদের সাথে মতবিনিময় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে চেম্বারের আহবান

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে সিলেট চেম্বারের উদ্যোগে সিলেটের ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা গত বৃহস্পতিবার রাতে চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সাম্প্রতিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অসহনীয়ভাবে বৃদ্ধি এবং এরফলে হতদরিদ্র ও সাধারণ জনগণের কষ্টের বিষয়ে ব্যবসায়ীদের অবহিত করে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার আহবান জানান চেম্বার নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, দ্রব্যমূল্যের চলমান ঊর্ধ্বগতির কারণে জনসাধারণ উদ্বিগ্ন। এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সাথে আয়োজিত সভায়ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানানো হয়েছে। তিনি বলেন, অনেক চাল ব্যবসায়ী ড্রিলিং লাইসেন্স এ উল্লেখিত পরিমাণের চেয়ে অধিক পরিমাণ চাল সংরক্ষণ করে রাখেন, যার জন্য প্রশাসন অভিযান পরিচালনা করতঃ জরিমানা আদায় করে। তিনি প্রয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ে আবেদনক্রমে ব্যবসায়ীদেরকে চাল সংরক্ষণের পরিমান বর্ধিতকরণের পরামর্শ দেন। ব্যবসায়ীদেরকে নিয়মমাফিক ও অনুমোদিত পরিমান অনুযায়ী পণ্য সংরক্ষণের অনুরোধ জানান তিনি। এছাড়াও ব্যবসায়ীদের কোন সমস্যা থাকলে তা অবহিত করার আহবান জানান।

সভায় ব্যবসায়ীগণ বলেন, বন্যা পরিস্থিতির কারণে দোকানের মালামাল নষ্ট হওয়ায় এবং সরবরাহ কম থাকায় পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। রাইস মিল মালিকগণ জানান, বড় বড় কোম্পানীগুলো স্থানীয় কৃষকদের নিকট হতে বেশিরভাগ ধান নিয়ে যায়। স্থানীয় রাইস মিল মালিকগণ পর্যাপ্ত পরিমান ধান কিনতে পারেন না। যার ফলে স্থানীয় বাজারে চালের মূল্য বৃদ্ধি পায়। ব্যবসায়ীগণ বাজারমূল্য ও পণ্যের সরবরাহ সরকারের পক্ষ থেকে যথাযথভাবে মনিটরিং করার এবং ব্যবসায়ীদেরকে অহেতুক ভোগান্তির মধ্যে না ফেলার আহবান জানান।সভায় উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক আবু তাহের মোঃ শোয়েব, মুজিবুর রহমান মিন্টু, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), খন্দকার ইসরার আহমদ রকী, কাজী মোঃ মোস্তাফিজুর রহমান ও মোঃ সারোয়ার হোসেন ছেদু। পক্ষান্তরে বিভিন্ন বাজার কমিটি ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক আহমদ, মোঃ শফিকুল ইসলাম, আজিজুর রহমান, মোঃ ছাদ মিয়া, তালুকদার মোঃ জহির উদ্দিন, হাজী মোঃ সামছুদ্দিন তালুকদার, মোঃ মতিউর রহমান, মোঃ আসাদুজ্জামান রনি, ময়নুল আলম, এনামুল হক, মোঃ নজরুল হোসেন, মোঃ আব্দুল মতিন প্রমুখ।

You might also like