ব্যাংক হলিডেতেও এনএইচএস রয়েছে আপনার পাশে
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেট্সঃ টাওয়ার হ্যামলেটস বারার জিপিরা বাসিন্দাদের আশ্বস্ত করে বলেছেন,ব্যাংক হলিডের বন্ধের দিনগুলোতেও স্থানীয় সকল এনএইচএস সার্ভিসগুলো যথারীতি খোলা থাকবে এবং যাদের স্বাস্থ্যসেবার দরকার, তাদেরকে নিরাপদে সেবা প্রদান করা হবে।আপনার যদি জরুরি চিকিৎসা সেবার দরকার হয়, তাহলে অহেতুক সময় ক্ষেপন না করাটা খুবই গুরুত্বপূর্ণ।টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিপি সার্জারি ও হাসপাতালগুলোতে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থাদি রয়েছে, তাই এপয়েন্টমেন্টগুলিতে অংশ নেওয়া নিরাপদ। আপনাকে না বলা পর্যন্ত আপনি রুটিন এপয়েন্টমেন্টগুলো,যেমন এন্টিনাটাল চেক, সেক্সুয়াল হেলথ এডভাইস,গর্ভনিরোধ,বাচ্চাদের টিকাদান ইত্যাদিতে স্বাভাবিক সময়ের মতোই অংশ নেয়াটা খুবই গুরুত্বপূর্ণ।ব্যাংক হলিডে উইকেন্ডেও বারার কমিউনিটি ফার্মেসিগুলো খোলা থাকার কথা জানিয়ে কাউন্সিলের বিজ্ঞপ্তিতে ‘ফার্মেসিতে যাওয়ার আগে এনএইচএস.ইউকে
www.nhs.uk – ওয়েবসাইটে গিয়ে খোলা থাকার সময়সূচিটা জেনে নেয়ার জন্য এবং যখন আপনি সেখানে যাবেন, তখন নিজের ও স্টাফদের সুরক্ষার স্বার্থে সামাজিক দূরত্বের ব্যবস্থাগুলো যথাযথভাবে মেনে চলার জন্য বাসিন্দাদের প্রতি অনুরোধ জানানো হয়।