ব্যারিকেডের লোহার পাইপে কিনব্রিজে যান চলাচলে ঝুঁকি

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট নগরির প্রবেশদ্বার খ্যাত প্রায় শতাব্দী প্রাচীন ক্বিনব্রিজের উপর দিয়ে যাতে ভারি যানবাহন চলাচল করতে না পারে সেজন্য ব্রিজের দু’প্রবেশ মুখে লোহার পাইপ দিয়ে আড়াআড়িভাবে বেষ্টনি দেয়া হয়েছিলো বেশ কয়েক বছর আগে। তাতে কিছুদিন ভারি যানবাহন চলাচল বন্ধ থাকলেও কিছুদিন যেতে না যেতেই এই ব্রিজ দিয়ে শুরু হয় ভারি যানবাহন চলাচল। এর ফলে সম্প্রতি এই লোহার বেষ্টনিগুলোতে গাড়ির ধাক্কায় বাঁকা হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।১ জুলাই শনিবার দুপুরের দিকে হঠাৎ করেই একটি ভারি যানবাহনের ধাক্কায় ব্রিজের দক্ষিণমুখে লোহার বেষ্টনিগুলো একেবারেই বাঁকা হয়ে ঝুঁকে পড়েছে। এতে করে বর্তমানে ব্রিজ দিয়ে মারাত্মক ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।

শনিবার বেলা আড়াইটার দিকে সরেজমিনে ক্বিনব্রিজে গিয়ে দেখা যায়, ব্রিজের দক্ষিণ মুখের লোহার বেষ্টনিটি ব্রিজের মধ্যখানে একেবারেই নিচের দিকে ঝুঁকে গেছে।যানবাহনগুলো কোনোমতে সাইড দিয়ে চলাচল করছে। এতে করে যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে।এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানের মোবাইলে কল দিলে তিনি কল রিসিভ করেননি। পরবর্তীতে তত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবরের সাথে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘ব্রিজটি সড়ক ও জনপদ বিভাগের অধীনে। তারাই এখানে লোহার বেষ্টনী দিয়েছে। তবুও বিষয়টি যেহেতু জনগুরুত্বপূর্ণ সেহেতু খোঁজ নিয়ে দেখছি।’

You might also like