ব্যারিস্টার নাজমুল হুদা আর নেই
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ বিএনপির সাবেক নেতা এবং যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর।রাত সোয়া ১১টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কিছুক্ষণ আগে নাজমুল হুদার মেয়ে অন্তরা হুদার সঙ্গে আমার কথা হয়েছে। উনি মৃত্যুর কথা জানিয়েছেন।নাজমুল হুদার ব্যক্তিগত সহকারী শামীম আহমেদ বলেন, ক্যান্সারে আক্রান্ত ছিলেন সাবেক মন্ত্রী। তিন দিন আগে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মরদেহ কিছুক্ষণ পর তার ধানমন্ডির বাসায় নেয়া হবে।প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন নাজমুল হুদা। সম্প্রতি হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। গত সপ্তাহে তার গঠিত তৃণমূল বিএনপি নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে।