ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনের উপদেষ্টার পদত্যাগ

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রধান উপদেষ্টা ডোমিনিক কামিংস পদত্যাগ করেছেন।তার এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন যুক্তরাজ্যে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলা আর ব্রেক্সিট চূড়ান্তকরণের মতো জরুরী কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় পার করতে হচ্ছে সরকারকে।

জানা যায়, গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় লন্ডনের দশ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে কামিংসকে একটি বক্স হাতে নিয়ে বের হয়ে চলে যেতে দেখা গেছে। জনসনের ব্রেক্সিট প্রচারণার অন্যতম প্রধান নেপথ্য ব্যক্তি বলে মনে করা হতো তাকে।ডোমিনিক কামিংসের পদত্যাগের আগে চাকরী ছাড়েন করেন বরিস জনসনের যোগাযোগ পরিচালক লি কেইন। গত বুধবার কেইনের পদত্যাগের খবরে প্রকাশ হওয়ার পর প্রচার চলতে থাকে যে, কামিংসও পদত্যাগের হুমকি দিয়েছেন। তবে বিবিসি’র কাছে সেই প্রচারকে উদ্দেশ্যমূলক বলে দাবি করেন কামিংস।

You might also like