ব্রিটেনে করোনাভাইরাস আক্রান্ত রোগী বাঁচাতে সাফল্য: রিমডেসিভার প্রয়োগের অনুমোদন

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সুস্থ করতে অ্যান্টি ভাইরাল ড্রাগ রিমডেসিভার কার্যকর ভূমিকা রাখছে বলে জানিয়েছেন হেলথ সেক্রেটারী ম্যাট হ্যানকক। ঔষদটি বাঁচাইকৃত রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করতে এনএইচএসকে অনুমোদন দেয়া হয়েছে।তিনি আজ মঙ্গলবার নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, এই মহামারি শুরুর পর থেকে এটি একটি বড় প্রদক্ষেপ।রিমডেসিভার একটি অ্যান্টি-ভাইরাল ঔষধ যা ইবোলা রোগের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছিলে।ব্রিটেনের ঔষদ নিয়ন্ত্রন সংস্থা জানিয়েছে, তাদের কাছে বহু প্রমান রয়েছে, হাসপাতালে এই ঔষধটি প্রয়োগে সাফল্য এসেছে। তারা বলছে, আপাতত কম উৎপাদনের কারনে খুবই কম মানুষ উপকৃত হবেন।দ্রুত উৎপাদনের জন্য আমেরিকা এবং জাপানের সাথে জরুরী চুক্তি করা হয়েছে।ঔষধটি বর্তমানে যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে ক্লিনিকাল ট্রায়ালের মধ্যে রয়েছে। প্রাথমিক তথ্য থেকে জানাযায় কোন কোন রোগী ১৫ দিনের পরবর্তীতে ১১তম দিনেই ভালো হচ্ছেন। অর্থাৎ ৪দিন আগেই ভালো হয়েছেন। তবে অধিক সংখ্যক মানুষের জীবন বাঁচানো যাবে কিনা এমন প্রমান পাওয়া যায়নি।

You might also like