ব্রিটেনে কোভিড-১৯ এ অতিরিক্ত মোটা ও সংখ্যালঘু সম্প্রদায়ে মৃত্যুহার কেন বেশি তা পর্যালোচনার নির্দেশ
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক করোনাভাইরাসে এদের মৃত্যুঝুঁকি বেশির কারণ নিয়ে জরুরি পর্যালোচনা শুরুর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তাদের। সূত্র: মেইল অনলাইন।ম্যাট হ্যানকক বলেন, স্থুলকায়দের ঝুঁকির বিষয়টি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।তবে বিশ্বব্যাপী এ ভাইরাসে মৃত হাজারো মানুষের সঙ্গে এর একটি যোগসূত্র লক্ষ্য করা যাচ্ছে।গত সপ্তাহে লিভারপুল বিশ^বিদ্যালয়ের গবেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন,অতিরিক্ত মোটা ব্যক্তিদের করোনাভাইরাসে মৃত্যুঝুঁকি ৩৭ শতাংশ বেশি। ব্রিটেনে প্রতি ১০ জনের মধ্যে তিনজন অতিরিক্ত মোটা(অবিস), যাদের বডি ম্যাস ইনডেক্স(বিএমআই) ৩০ এর বেশি।এই পশ্চিমা বিশে^ সর্বোচ্চ।দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে ২৮,৭৩৪ জন মারা গেছে।নিউ ইয়র্ক বিশ^বিদ্যালয়ের গবেষকরা সম্প্রতি এই বিষয়েই দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, স্থুলকায় ব্যক্তিদের মধ্যে যাদের বয়স ৬০ এর কম,তারা কোভিড-১৯ এ আক্রান্ত হলে হাসপাতালের আইসিইউ সেবা বেশি নিতে হচ্ছে।