ব্রিটেনে সীমান্ত অবকাঠামো নির্মাণে ৭০৫ মিলিয়ন পাউন্ড ব্যয়ের ঘোষণা
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ মিনিস্টার মাইকেল মাইকেল গভ ব্রেক্সিট-পরবর্তী সীমান্ত পরিকাঠামোর জন্য তাঁর পরিকল্পনা রক্ষা করেছেন।একই সাথে লেবার পার্টির সমালোচারও জবাবদেন তিনি।এ বছরের শেষদিকে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের প্রস্তুতি নেওয়ার সাথে সাথে ব্রিটেনের সীমানা পরিচালনা করতে সহায়তার জন্য ৭৫০ মিলিয়ন পাউন্ডের প্যাকেজ ঘোষণা করা হয়েছে।যুক্তরাজ্যের সীমান্ত অবকাঠামো নির্মান ও স্টাফদের জন্য এই অর্থ ব্যয় করবে বলে জানিয়েছেন ক্যাবিনেট মিনিষ্টার মাইকেল গভ।
বিবিসির এ্যান্ডু মার শোতে এই ব্যাপারে তিনি বলেন,ইইউর সাথে এই বছর ট্রানজিশনালের সময় শেষ হওয়ার পর বাণিজ্য প্রবাহ ঠিক রাখতে এই অবকাঠামো নির্মানের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।অভ্যন্তরীন অবকাঠামো এবং সমুদ্রবন্দর নির্মানে ৪৭০ মিলিয়ন পাউন্ড এই পরিকল্পনায় অন্তর্ভূক্ত করা হয়েছে বলেও জানান তিনি ।তিনি আরো বলেন,যানবাহনের প্রবাহ ঠিক রাখতে সীমান্তে সুনির্দিষ্ট স্থাপনা নির্মান করা হবে।
এদিকে যুক্তরাজ্য ও ইইউর মধ্যে একটি বাণিজ্য চুক্তির ব্যাপারে আলোচনা অব্যাহত থাকলে খুব শ্রীঘই যুক্তরাজ্য ও ইইউর সীমান্ত কিভাবে পরিচালিত হবে তার বিস্তারিত জানানো হবে বলেও মন্তব্য করেন তিনি।একই অনুষ্ঠানে মাস্ক পরিধানের ব্যাপারে তিনি বলেন,ইংল্যান্ডে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা উচিত হবে না এবং তিনি মানুষের সাধারন জ্ঞানের উপর আস্থা রাখতে চান।এর আগে প্রধানমন্ত্রী বরিস জনসন মাস্ক পরিধানের নিয়ম কঠোর করার ইঙ্গিতের পর মাইকেল গভ এই মন্তব্য করলেন ।সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ,মাস্ক পরিধানের নিয়ম পর্যালোচনাধীন রয়েছে । অন্যদিকে লেবার পার্টি এই ইস্যুতে সরকারকে অবস্থান পরিষ্কার করার আহবান জানিয়েছেন ।