ব্রুনাইয়ে নতুন হাইকমিশনার নাহিদা রহমান

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ব্রুনাইয়ে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নাহিদা রহমান সুমনাকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক সংস্থা উইংয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্বরত রয়েছেন।

সোমবার (৮ জুন) মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।নাহিদা রহমান ১৭তম বিসিএসে’র পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। কূটনৈতিক জীবনে ব্রাসিলিয়া,অটোয়া, কলকাতা ও ক্যানবেরায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর সম্পন্ন করা নাহিদা অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটি থেকেও ডিপ্লোমেসি অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।এছাড়া তিনি জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্স-বাউন্ডারি ওয়াটার আইনে ফেলোশিপ প্রাপ্ত। নাহিদা রহমান সুমনার দুই সন্তান রয়েছে।

You might also like