ব্রেক্সিটের সময় আর বৃদ্ধি করবেনা ব্রিটেন
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ ব্রেক্সিটের সময় আর এক্সটেনশন বা বৃদ্ধি করা হবে না,আনুষ্ঠানিভাবে নিশ্চিত করেছে ব্রিটেন। কেবিনেট মিস্টার মাইকেল গভ আজ সকালে এই ঘোষণাদেন।তিনি বলেছেন, ব্রিটেনে ইউরোপকে ত্যাগ করেছে,তবে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ব্লকের কাস্টম ইউনিয়ন সিঙ্গেল মার্কেটের সুবিধা ভোগ করবে।তিনি বলেন, করোনাভাইরাসের মহামারির কারনে ব্রেক্সিট এক্সটেনশনের তারিখ পরিবর্তনের জন্য কিছু মহল থেকে বেশ চাপ ছিলো।
তবে ইইউ কর্মকর্তাদের সাথে বৈঠকের পরে টুইট করে গভ জানিয়েছেন, বেক্সিট সম্প্রসারণের মুর্হুতটি পেরিয়ে গেছে।এদিকে ট্রানজিশনের সময় বাড়ানোর জন্যে স্কটল্যান্ডের ফাস্ট মিনিস্টার নিকোলা স্টারজন এবং ওয়েলসের ফাস্ট মিনিস্টার মার্ক ড্রেকফোর্ড করেছিলেন বলে জানিয়েছেন মি: গভ।তারা প্রধানমন্ত্রী বরিস জনসনকে লিখিত চিঠিতে বলেছেন, এই সময়ে ব্রেক্সিটের সময় বৃদ্ধি না করলে তা হবে বেপরোয়া পরিনতি।এদিকে প্রধানমন্ত্রী আগামী সপ্তাহে ক্রাচ ট্রেড নিয়ে ইইউ নেতাদের সাথে বৈঠকের কথা রয়েছে।