ব্লাড ক্যান্সারে আক্রান্ত মৌলভীবাজারের তরুন ফোয়াদ মারাগেলেন : চ্যানেল এস দর্শকদের দানে ভারতে চলছিলো চিকিৎসা

নিউজ ডেস্ক
সত্যবাণী

মৌলভীবাজারঃ ব্লাড ক্যান্সারে আক্রান্ত মৌলভীবাজারের তরুন ফোয়াদ আহমদ ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি—রাজিউন)। মংগলবার সকালে তিনি ভারতের চেন্নাই-এর এপোলি ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাযান। তার চিকিৎসার্থে চ্যানেল এস-এ মাস খানিক আগে অনুষ্ঠিত লাইভ এপিলে ছিলো বিপুল সাড়া । ‘সেইভ ফোয়াদ-লাইভ‘ এপিলে শুধুমাত্র চ্যানেল এস দর্শকদের দান ছিলো প্রায় ৬০ হাজার পাউন্ড। এর আগে সোস্যাল ক্যাম্পেইনের মাধ্যমে আরো প্রায় ২০ হাজার পাউন্ড সংগ্রহ করে দেশে প্রেরণ করা হয়। ফলে ফোয়াদের চিকিৎসা বা আর্থিক ক্ষেত্রে কোনো সমস্যা ছিলো না, পুরোদমেই চিকিৎসা চলছিলো প্রায় দেড় মাস যাবত। বেশ উন্নতি হওয়ার পথে ছিলো তার শারিরিক অবস্থা। কিন্তু হঠাৎ করে তিন তিন বার হার্ট এর্টাকের পর ফোয়াদ মৃত্যুর মুখে ঢলে পড়েন।

উল্লেখ্য কলেজ পড়ুয়া– সন্তান ফোয়াদ-এর জীবন বাচাতে ইতিমধ্যে রাজনগরের স্থানীয় বাসীন্দা স্কুল টিচার মা-পেনশনের টাকা অগ্রিম উত্তোলন করেন এবং এডভোকেট বাবাও খরচ করেন পুরো সেইভিংস। প্রায় ২৫ লাখ টাকা খরচেও কোনো কাজ না হওয়ায় চ্যানেল এস-এ ছিলো এই মানবিক আবেদনের আয়োজক। এতে চীফ কো অডিনেটর ছিলেন ফাহাদের আত্মীয় ও সমাজসেবি রশিদ আহমদ। বালাগঞ্জ সমিতি ও রেসকিউ এইড ট্রাস্টেও চ্যারিটি পার্টনারশীপে সার্বিক দায়িত্বে ছিলেন সেইভ ফোয়াদ ইউকে কমিটির প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু জেপি, সেক্রেটারী মনসুর মকিস ও চীফ ট্রেজারার মিজানুর রহমান মিরু। শায়েখ আবু সায়িদ আনসারীর উপস্থাপনায় লাইভ এ্যাপিলে চ্যানেল এস ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল, বালাগঞ্জ ও ওসমানী নগর আদর্শ সমিতির প্রেসিডেন্ট শফিকুল্লাহ মিসলু ও সেক্রেটারী আবদুল কুদ্দুসসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সেইভ ফোয়াদ কমিটির পক্ষ থেকে ফোয়াদ ও তার পরিবারের জন্য দোয়া কামনা করা হয়েছে এবং একই সাথে কৃতজ্ঞতা জানানো হয়েছে বিশাল দানের জন্য।

You might also like