ভাঙচুর ও গাড়ি পোড়ানোর ২ মামলায় বিএনপির ৮৫ নেতাকর্মীকে
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ ভাঙচুর ও গাড়ি পোড়ানোর দুই মামলায় বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল, রফিকুল আলম মজনুসহ দলটির ৮৫ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ ও মাহবুবুল হকের আদালত এই আদেশ দেন।আসামিপক্ষের আইনজীবী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১২ ও ২০১৫ সালে শাহবাগ এবং রমনা থানায় মামলা দুটি দায়ের করা হয়। মামলা দুটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে মন্তব্য করেন বিএনপি নেতাদের এই আইনজীবী। তিনি আরও বলেন, রাজনীতির মাঠ ফাঁকা করতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এসব মামলা করা হয়েছিল।এদিকে আরও এক হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।এর আগে বেলা ১১টার দিকে তাকে আদালতে আনা হয়। এরপর তদন্ত কর্মকর্তা তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গত ২৪ আগস্ট রাজধানীর শান্তিনগরের বাসা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নারায়ণগঞ্জের রূপগঞ্জ, ফতুল্লা থানা ও ঢাকায় তার নামে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে।