ভারতে করোনা শনাক্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড
আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী
ভারত: প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। আর মারা গেছেন তিন হাজার ২৯৩ জন। ভারতে করোনার ইতিহাসে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।এছাড়া একই সময়ে নতুন করে তিন লাখ ৬০ হাজার ৯৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা টানা সপ্তম দিনের মধ্যে সর্বোচ্চ রেকর্ড।
নতুন সংক্রমণের জেরে ভারতে মোট শনাক্তের সংখ্যা হলো এক কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ২৬৭ জন। সেই সঙ্গে মোট মৃত্যুর সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের পর করোনায় দ্বিতীয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত।এ দিকে বিশ্বের ১৭ দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।ভারতীয় মিডিয়া এনডিটিভির খবরে বলা হয়, প্রাণঘাতী করোনা ভাইরাসের নতুন প্রজাতি বি.ওয়ান.৬১৭ প্রথম সন্ধান পাওয়া যায় ভারতে। এই ধরন মিলেছে বলে জিআইএসএআইডি এর ডাটাবেসে জানিয়েছে অন্তত ১৭টি দেশ।বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মহামারির সাপ্তাহিক আপডেটে কোভিড-১৯ এর ভারতীয় স্ট্রেনের বেশিরভাগ সিকোয়েন্সই ভারতের পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং সিঙ্গাপুর থেকে আপলোড করা হয়েছে।