ভারতে ক্রেন দুর্ঘটনায় ১৭ শ্রমিক নিহত
নিউজ ডেস্ক
সত্যবাণী
মুম্বাই: ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের বাইরে নির্মানাধীন একটি এক্সপ্রেসওয়ের ওপর ক্রেন ভেঙে পড়লে অন্তত ১৭ নির্মাণ শ্রমিক প্রাণ হারায়।ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স(এনআরডিএফ) মঙ্গলবার এ কথা জানিয়েছে।এনআরডিএফ বলছে, মহারাষ্ট্র রাজ্যের সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে কাজ করার সময়ে কিছু ধ্বংসাবশেষসহ ক্রেনটি একটি কংক্রিট স্ল্যাবের ওপর ভেঙে পড়লে শ্রমিকরা চাপা পড়ে প্রাণ হারায়।নিহতদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। এদের হাসপাতালে পাঠানো হয়েছে।মুম্বাইয়ের সাথে নাগপুর শহরের সংযোগকারী সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে ভারতের অন্যতম ব্যয়বহুল সড়ক অবকাঠামো।মহারাষ্ট্র রাজ্যে কিছু অবকাঠামো প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এ ঘটনায় ব্যথিত হয়েছেন উল্লেখ করে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন।উল্লেখ্য ভারতে বৃহৎ অবকাঠামো প্রকল্পে দুর্ঘটনা খুবই সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।