ভারতে ট্রেন দুর্ঘটনায় ৮ জন নিহত
নিউজ ডেস্ক
সত্যবাণী
নয়াদিল্লী: ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত এবং ২০ জন আহত হয়েছে।কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।বার্তা সংস্থা পিটিআই বলেছে, অন্ধ্রপ্রদেশ রাজ্যের আলামান্ডা এবং কান্তকাপাল্লে শহরের মাঝামাঝি জায়গায় রোববার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।একজন পুলিশ কর্মকর্তা আটজন নিহত হওয়ার খবর জানিয়েছেন। অন্যদিকে সিনিয়র একজন রেলওয়ে কর্মকর্তা বলেছেন, দুর্ঘটনায় ১৮ থেকে ২০ জন আহত হয়েছে।দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, তিনি রেলওয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের আশু আরোগ্য কামনা করেছেন।উল্লেখ্য, বিশে^র বৃহত্তম রেল নেটওয়ার্ক রয়েছে ভারতে। তবে দেশটিতে ভয়াবহ রেল দুর্ঘটনার সংখ্যাও কম নয়।দেশটির বিহার রাজ্যে ১৯৮১ সালে এরকমই এক ভয়াবহ রেল দুঘর্টনায় ৮’শ লোক নিহত হয়েছিল।