ভারতে সাজা ভোগ করে শেওলা স্থলবন্দর দিয়ে দেশে ফিরলো ৮ বাংলাদেশি

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সেখানকার বিভিন্ন জেলহাজতে দীর্ঘদিন কারাভোগের পর বিয়ানীবাজারের শেওলা শুল্ক স্থলবন্দর দিয়ে গতকাল দুপুরে বড়লেখার ৩ যুবকসহ ৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।বড়লেখা থেকে সংবাদদাতা জানান, বিএসএফ ও আসাম পুলিশের সীমান্ত শাখার পক্ষ থেকে শেওলা ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে এ সব বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করা হয়।ভারতে সাজাভোগের পর বাংলাদেশে প্রত্যাবর্তনকারীরা হলেন, বড়লেখা উপজেলার কুমারশাইল গ্রামের মহির উদ্দিন, বোবারথল ষাটঘরি গ্রামের আতাবুর রহমান, গজভাগ গ্রামের লাল মিয়া ওরফে লালন মিয়া, বিয়ানীবাজারের মোহাম্মদ আব্দুল মতিন, রাজবাড়ীর মোহাম্মদ লাল মিয়া, কক্সবাজারের ফরিদ আলম আকাশ, রহিম মিয়া ফেরদৌস ও ফাইমা বেগম।শেওলা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ এসআই মওদুদ আহমদ রুমি জানান, ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করার পর ভারতে সাজাভোগ শেষে দেশে প্রত্যাবর্তনকারীদের বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। থানা পুলিশ অপেক্ষমাণ স্বজনদের কাছে তাদের বুঝিয়ে দিয়েছে।

You might also like