ভিক্টোরিয়া পার্ক উপভোগকারীদের জ্ঞাতার্থে
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেট্সঃ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের অনেক বাসিন্দা জনপ্রিয় ভিক্টোরিয়া পার্কটি উপভোগ করতে অধীর হয়ে আছেন। আমরা এটাও ভালোভাবে উপলব্ধি করি যে, অতিপ্রয়োজনীয় ব্যায়াম, সূর্যালোক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে ঘরের বাইরের পরিবেশের রয়েছে বিশেষ উপকারিতা। আপনার এবং অন্যদের সুরক্ষার জন্যই বলবতকৃত বর্তমান নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাদি পর্যালোচনা করা হয়েছে এবং এক্ষেত্রে আনা পরিবর্তনগুলো ১৬ মে শনিবার থেকে কার্যকর হয়েছে। এখন থেকে ভিক্টোরিয়া পার্কের ইস্ট সাইড প্রতিদিন সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং ওয়েস্ট সাইড সকাল ৭.৩০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
সরকারের নতুন নির্দেশনার প্রেক্ষিতে সুরক্ষামূলক ব্যবস্থা সংশোধন ও শিথিল করা হয়েছে। আপনি নিজে কিংবা নিজ পরিবারের যে কোন সংখ্যক সদস্যের সাথে অনুশীলন বা বিনোদনের জন্য ভিক্টোরিয়া পার্কে যেতে পারবেন। কেবলমাত্র অন্য পরিবারের কারো সাথে দেখা করার ক্ষেত্রে দুই মিটার দূরত্ব বজায় রাখতে হবে। আপনার কিংবা আপনার পরিবারের কোন সদস্যের মধ্যে যদি লক্ষণ দেকা দেয়, তাহলে অবশ্যই ঘরের মধ্যে থাকা উচিত।কাউন্সিলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্যান্য দর্শনার্থীসহ কাউন্সিলের স্টাফ ও স্বেচ্চাসেবীদের সম্মান করুন। আপনার সহযোগিতায় ভিক্টোরিয়া পার্ক আপনার জন্য উন্মুক্ত ও নিরাপদ রাখতে চাই। সর্বশেষ তথ্যে জন্য কাউন্সিলের ওয়েবাসইট www.towerhamlets.gov.uk/victoriapark ভিজিট করতে অনুরোধ করা হয়েছে।