ভিপি শামীম ওসমানী নগরের নতুন উপজেলা চেয়ারম্যান

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ ভিপি। ২ নভেম্বর বুধবার অনুষ্ঠিত নির্বাচনে এজেন্টদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযাযী নৌকা প্রতীকের প্রার্থী শামীম আহমদ ভিপি বিজয়ী হয়েছেন।রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, শামীম আহমদ ভিপি নৌকা প্রতীকে ২৮,৯৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক (সদ্য বহিস্কৃত) মো. কামরুল ইসলাম ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৪,৪১৬ ভোট। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, নৌকা প্রতীকের প্রার্থী শামীম আহমদ ভিপি প্রতিদ্বন্ধী প্রার্থীর চেয়ে প্রায় ১৪,৫১৬টি ভোট বেশী পেয়েছেন।এর আগে বুধবার সকাল ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল ৯টায় সাদিপুর ইউনিয়নের শরৎসুন্দরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন শামীম আহমদ ভিপি।এসময় তিনি বলেছিলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিনি প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন,‘জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।ওসমানীনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতাকারী ৩ প্রার্থীর মধ্যে দু’জন দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে লড়েন। তারা হচ্ছেন আ’লীগের একক প্রার্থী জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ ভিপি (নৌকা) ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. ছইদুর রহমান চৌধুরী (দেয়ালঘড়ি)। এছাড়াও স্বতন্ত্রের মোড়কে উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (সদ্য বহিস্কৃত) মো. কামরুল ইসলাম (ঘোড়া প্রতীক) প্রতিদ্বন্ধিতা করেন।

You might also like