ভূমিদখল-মাদকমুক্ত করে কুলাউড়াকে শান্তির জনপদ করবো-এমপি নাদেল

সত্যবাণী
সিলেট অফিসঃ মৌলভীবাজার-২ আসনের নবনির্বাচিত এমপি ও আ’লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘সকলের সহযোগিতা নিয়ে কুলাউড়াকে ভূমি দখল, যানজট, মাদকমুক্ত করে শান্তির জনপদে পরিণত করবো। দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত কুলাউড়াকে পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে অন্তর্ভুক্ত করে এগিয়ে নিয়ে যাবো।
কুলাউড়া থেকে সংবাদদাতা জানান, ২৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে কুলাউড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউএনও মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এমপি নাদেল কুলাউড়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিজয়ী করায় কুলাউড়ার সর্বস্তরের জনগণসহ নির্বাচনসম্পৃক্ত প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিদের কৃতজ্ঞতা জানিয়ে কুলাউড়ার উন্নয়নে সহযোগিতা কামনা করেন।
এ সময় নবনির্বাচিত এমপি নাদেলকে অভিনন্দন জানিয়ে ও স্থানীয় বিভিন্ন সমস্য তুলে ধরে বক্তব্য রাখেন কুলাউড়ার পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, থানার ওসি মো. আলী মাহমুদ, আইনশৃঙ্খলা কমিটির সদস্য নওয়াবজাদা আলী ওয়াজেদ খান বাবু, অ্যাডভোকেট এটিএম মান্নান ও অরবিন্দু ঘোষ বিন্দু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, আজিজুর রহমান মনির, মোছাদ্দিক আহমদ নোমান, জাফর আহমদ গিলমান, মমদুদ হোসেন, আব্দুল মালিক, খোরশেদ আহমদ খান সুইট, মো. আব্দুল ওয়াদুদ, মো. খলিলুর রহমান ও মুহিবুল ইসলাম আজাদ প্রমুখ।
এছাড়া সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার পূর্বে এমপি শফিউল আলম চৌধুরী নাদেলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

You might also like