ভূমি জটিলতায় বিয়ানীবাজারে মডেল মসজিদের নির্মাণকাজ বন্ধ
সিলেট অফিস
সত্যবাণী
সারাদেশে বর্তমান সরকারের অধীনে মডেল মসজিদ নির্মাণের এক নজির স্থাপন হলেও প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলায় এখনো স্থান নির্ধারণ জটিলতায় থেমে আছে মডেল মসজিদ নির্মাণের কাজ।
বিয়ানীবাজার থেকে সংবাদদাতা জানান, উপজেলা পরিষদ চত্বরে নিদিষ্ট জায়গা না থাকায় থেমে আছে মডেল মসজিদ নির্মাণের কাজ এমনটা দাবি প্রশাসনের। মুদ্রার উল্টোপিঠে সিলেট-৬ আসনের গোলাপগঞ্জ উপজেলায় ইতোমধ্যেই দৃষ্টিনন্দন মডেল মসজিদের কাজ শেষ হয়েছে। পরিকল্পনা অনুযায়ী উপজেলাপর্যায়ে ৩ তলা বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত ভবন নির্মিত হবে, যেখানে নারীদের জন্য নামাজের আলাদা কক্ষ থাকার কথা রয়েছে।
গণমাধ্যমগুলোর তথ্যমতে, এখন পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে ৫৬০টির মধ্যে ৩০০টি মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশ্ববর্তী উপজেলা গোলাপগঞ্জসহ সিলেটের বেশ কয়েকটি উপজেলায় এসব মডেল মসজিদ নির্মাণ হলেও বিয়ানীবাজার উপজেলায় শুধু স্থান নির্ধারণ করতেই ক্লান্ত কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান বলেন, দেশব্যাপী মডেল মসজিদ নির্মাণ হচ্ছে যেটি অত্যন্ত দৃষ্টিনন্দন এবং আমাদের জন্য প্রাপ্তির। তবে বিয়ানীবাজারে কেন এতো দেরি হচ্ছে বিষয়টি আমাদের জানা নেই। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যত দ্রুত মডেল মসজিদ নির্মাণ হবে ততই আমাদের জন্য ভালো।
বিয়ানীবাজার উপজেলা পরিষদের বর্তমান জামে মসজিদের পাশে পুকুর ভরাট করে মডেল মসজিদের পরিকল্পনা থেকে সরে এসেছে প্রশাসন এমনটা জানা যায়। তার কারণ হিসেবে বিয়ানীবাজারের ইউএনও কাজী শামিম বলেন, মডেল মসজিদ নির্মাণের জন্য বর্তমান উপজেলা জামে মসজিদের পাশে পুকুরে স্থান নির্ধারিত করা হয়েছে সেটি ভরাট করে মডেল মসজিদ নির্মাণের যে প্রস্তাব ছিল সেটি বাদ দেয়া হয়েছে। পুকুর ভরাট করে মসজিদ নির্মাণ যেটি আইনের পক্ষে নয় এবং এখানে ভরাট করলে উপজেলা পরিষদের পুরো নকশা বদলে যাবে, তবে আমরা নতুন জায়গা খুঁজছি। আশা করছি, খুব শিগগিরই পেয়ে যাবো।