ভ্যাকসিন নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলুন : প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ মহামারি করোনা ভাইরাসের টিকা নেওয়ার পরও মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (৮ ফেব্রুয়ারি) গণভবন থেকে ভার্চুয়ালি সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান।প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে অংশ নেওয়া মন্ত্রী পরিষদের সদস্যদের করোনার ভ্যাকসিন নিয়ে সার্বিক দিক নির্দেশনা দেন শেখ হাসিনা। একই সাথে তিনি ফ্রন্টলাইনারদের পাশাপাশি স্বেচ্ছাসেবক ও পরিচ্ছন্নতা কর্মীদেরও প্রথম দফায় করোনার ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, সময়মতো টিকাদান কর্মসূচি কার্যকর করতে এরই মধ্যে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।এ সময় গ্রামাঞ্চলের মানুষের মধ্যে টিকা নিয়ে যে ভীতি আছে, তা দ্রুত কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।