ভ্যাকসিন পেতে দেরি হবে না: স্বাস্থ্য সচিব
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান বলেছেন, জিটুজি কী জিটুজি নয় সেটা কোনো বিষয় না। করোনা ভ্যাকসিনের ব্যাপারে দুই দেশের সরকারের শীর্ষ পর্যায়ে থেকে অবগত আছেন। টিকা আসতে দেরি হবে না।মঙ্গলবার (৫ জানুয়ারি) শেরেবাংলা নগরে এনইসি সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভারত ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে, এমন খবর প্রকাশের পর সোমবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানে স্বাস্থ্যসচিব বলেন, টিকা কেনার জন্য ভারতের সঙ্গে জিটুজি (সরকার টু সরকার) চুক্তি হয়েছে। ওস কারণে ওই নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য কার্যকর হবে না। আমরা সময়মতোই টিকা পাবো।অন্যদিকে সন্ধ্যায় বেক্সিমকোর সংবাদ সম্মেলনে এমপি নাজমুল হক পাপন দাবি করেন, টিকা কেনার জন্য যে চুক্তি হয়েছে, তা জিটুজি নয়, বাণিজ্যিক।