মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ ‘ট্রাফিক পুলিশের হয়রানি’ বন্ধসহ ৫দফা দাবিতে সিলেটে আগামী ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা। ১১ সেপ্টেম্বর রোববার দুপুরে সিলেটের ৬টি রেজিস্ট্রার্ড সংগঠনের সমন্বয়ে গঠিত সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন।পরিবহন শ্রমিকদের ৫ দফা দাবি হচ্ছে, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার ও উপ-কমিশনার (ট্রাফিক)-এর অপসারণ, ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ, সিলেটে শ্রম আদালতের প্রতিনিধি হিসেবে শ্রমিক লীগের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারকারী নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে অবিলম্বে পাথর কোয়ারি খুলে দেয়া, ভাঙাচুরা রাস্তাগুলোর দ্রুত সংস্কার এবং নতুন সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ ও বিক্রিত গাড়ির রেজিস্ট্রেশন প্রদান। এছাড়াও অনুমোদনহীন গাড়ি যেমন, অটোবাইক, ব্যাটারিচালিত রিকশা ও ডাম্পিংকৃত গাড়ি চলাচল বন্ধ রাখার দাবি জানিয়েছে পরিবহন শ্রমিকরা।

জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ ও জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি দিলু মিয়া, বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, ইমা লেগুনা হিউম্যান হুলার শ্রমিক ইউনিয়ন সভাপতি রুনু মিয়া মঈন, জেলা অটোটেম্পু-অটোরিকশা শ্রমিক জোট সভাপতি আব্দুল হালিম ভাসানী, জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সভাপতি মনির মিয়া, জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, জেলা ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন।সভায় পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ন্যায্য ৫ দফা দাবি জানিয়ে পরিষদের উদ্যোগে গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপির অনুলিপি সিলেটের প্রশাসন সংশ্লিষ্ট সকল সেক্টরেও হস্তান্তর করা হয়েছে। এছাড়া একই দাবিতে গত ৮ সেপ্টেম্বর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে পরিবহন শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। কিন্তু এরপরও আমাদের দাবিগুলো মেনে না নেয়ায় আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।বক্তারা বলেন, ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর থেকে সিলেট জেলার রাস্তায় কোনো চালক গাড়ি নিয়ে বের হবেন না। অনতিবিলম্বে আমাদের ৫ দফা দাবি মেনে না নিলে কঠোর এই কর্মসূচি পালন ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা থাকবে না।

You might also like