মতবিনিময় সভায় দক্ষিণ সুরমার ইউপি চেয়ারম্যানবৃন্দ ‘খন্ডিতভাবে নয়,আমরা একযোগে সিটি কর্পোরেশনে সংযুক্ত হতে চাই’

নিউজ ডেস্ক
সত্যবাণী

সিলেট: সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র আওতাধীন দক্ষিণ সুরমা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নকে একসাথে সিলেট সিটি কর্পোরেশনে অন্তর্ভূক্তিতে ইউপি চেয়ারম্যানবৃন্দ একমত পোষন করেছেন।তারা বলেছেন,সিটি কর্পোরেশনে সংযু্িক্তর ক্ষেত্রে খন্ডিত বা বিচ্ছিন্নভাবে নয়, আমরা একযোগে সিটিভূক্ত হতে চাই।তারা বলেন,এ বিষয়ে সাম্প্রতিক সময়ে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং সিটি মেয়রের বক্তব্যে আমাদের মতের প্রতিফলন হয়েছে।এজন্য আমরা মন্ত্রী ও মেয়র মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন এবং অভিনন্দন জানাচ্ছি।

গত (২৩ আগস্ট) রোববার রাতে স্টেশন রোডস্থ কার্যালয়ে সিলেটের সদর দক্ষিণ এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলার ইউপি চেয়ারম্যানদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিরা এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। নাগরিক কমিটি’র সভাপতি ও মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সিটি কাউন্সিলর মোঃ আজম খান’র পরিচালনায় ইউপি চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন আলহাজ্ব হাবিব হোসেন (বরইকান্দি), আলহাজ্ব মোঃ আবুল কালাম (কুচাই), পীর মোঃ ফয়জুল হক ইকবাল (লালাবাজার) ও মাওলানা সুলাইমান হোসেন (জালালপুর)। সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন অন্যতম সহ-সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সাইফুল আলম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল আহাদ, আবদুল মালেক তালুকদার ও আলহাজ্ব মোঃ ফরিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর খান ও শেখ মোঃ লায়েক মিয়া, অর্থ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস ছত্তার, দফতর সম্পাদক মোঃ ছয়েফ খান, পূণর্বাসন সম্পাদক মোঃ নজরুল হোসেন, পরিবেশ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহিদ, সহ-ধর্ম সম্পাদক অরিন্দম দাস হাবলু, সহ-পরিবেশ সম্পাদক সাংবাদিক সাহাদ উদ্দিন দুলাল, নির্বাহী সদস্য হাজী জয়নাল আহমদ মেম্বার, খন্দকার মহসিন কামরান, মুহাম্মদ সোহেল রানা প্রমুখ।

সভার প্রস্তাবে সদর দক্ষিণ নাগরিক কমিটির নেতৃবৃন্দ ও দক্ষিণ সুরমা উপজেলার ইউপি চেয়ারম্যানবৃন্দ পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ এবং সিলেটের সকল মিডিয়া কর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া সভা চলাকালীন সময়ে দৈনিক সিলেটের ডাক-এর সম্পাদকমন্ডলীর সভাপতি, দানবীর রাগীব আলী মোবাইল ফোনে যুক্ত হয়ে চলমান কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, দক্ষিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়নকে সিটি কর্পোরেশনের সাথে সংযুক্ত করতে যেসব কর্মসূচি নেয়া হবে, তার প্রত্যেকটিতে আমি সাধ্যানুযায়ী সহযোগিতা করবো-ইনশাল্লাহ।

You might also like