মধ্যপ্রাচ্যসহ বহু দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

নিউজ ডেস্ক
সত্যবাণী

সৌদি আরবঃ সৌদি আরবসহ গোটা মধ্যপ্রাচ্যে বৃহস্পতিবার (১৩ মে) উদযাপিত হচ্ছে পবিত্র ইদুল ফিতর।মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের পাশাপাশি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুরেও আজ পালিত হচ্ছে ইদ। মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে গতবারের মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে ও বিধিনিষেধের মধ্যে হচ্ছে ইদ।প্রাণঘাতী এই ভাইরাস থেকে নিরাপদ থাকতে সুরক্ষা ও সামাজিক দূরত্বের বিষয়টিকে গুরুত্ব দিয়ে অন্যরকমভাবে উদযাপিত হচ্ছে ইদুল ফিতর উৎসব। বাহরাইনসহ বিশ্বের অনেক দেশে করোনার টিকা না নিলে মসজিদে ইদের নামাজে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশে ইদ উদযাপিত হবে আগামীকাল শুক্রবার (১৪ মে)। গত বুধবার (১২ মে) দেশের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় এবার ৩০টি রোজা পালন করা হচ্ছে।

You might also like