মধ্যরাতে মুখোমুখি অবস্থানে ৭ কলেজ ও ঢাবি শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।অপরদিকে ঢাবির একদল শিক্ষার্থী স্যার এ এফ রহমান হলের সামনে অবস্থান নিয়েছেন।এতে বিশ্ববিদ্যালয়ের এলাকায় এক ধরনের উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে।রোববার (২৬ জানুয়ারি) রাত ১১টা নাগাদ সাত কলেজের শিক্ষার্থীরা মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে আসেন।আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ফটকের সামনে আটকে দিয়েছেন।সাত কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের কাছে সাত কলেজের কয়েকজন শিক্ষার্থী কয়েকটি দাবি নিয়ে যান। এসময় উপ-উপাচার্য তাদের সাথে খারাপ ব্যবহার করেন।ঢাকা কলেজের শিক্ষার্থী ও সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুর রহমান বলেন, উপ-উপাচার্য ঘটনাস্থলে এসে ক্ষমা না চাইলে তারা স্থান ছাড়বেন না।

You might also like