মন্ত্রীদের পর এমপিদের বেতনও ৩০ শতাংশ কমালো ভারত

আন্তজার্তিকডেস্ক
সত্যবাণী

ভারত: করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে উঠতে আগামী এক বছর ধরে এমপিদের বেতন ৩০ শতাংশ কাটবে ভারত প্রশাসন।মঙ্গলবার লোকসভায় সংসদ সদস্যদের বেতন, ভাতা ও পেনশন (সংশোধনী) বিল ২০২০ সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।এর আগে, গত ১ এপ্রিল থেকে মন্ত্রীদের বেতন-ভাতা ৩০ শতাংশ কমানোর বিল পাস হয়েছিল লোকসভায়।সে ধারাবাহিকতায় গত সোমবার এমপিদের বেতন কমানোর প্রস্তাব ভারতীয় সংসদে উত্থাপন করা হয়।এখন থেকে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও সংসদ সদস্যের বেতন থেকে প্রতি মাসে ৩০ শতাংশ কেটে নেয়া হবে।সেই টাকা চলে যাবে প্রধানমন্ত্রীর তহবিলে। খরচ হবে করোনাভাইরাস এবং তার পরবর্তী পরিস্থিতি মোকাবেলায়।

You might also like