মমতার কাছে আর্জি বিক্রেতাদের, মদের কর কমিয়ে দাম কমান

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

ভারত,কলকাতাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে সরাসরি আর্জি জানালেন পশ্চিমবঙ্গের মদ বিক্রেতারা। বিক্রয় করের হার কমিয়ে মদের দাম কমান। নয়তো রাজ্যের মদ শিল্প বিপন্ন হবে। সরকারি কোষাগারেও আয় কমবে।রাজ্যে করোনার লকডাউন এর মধ্যে যখন মদের অফশপগুলো খোলার অনুমতি দেয়া হয় তখনই ৩০ শতাংশ সেলস ট্যাক্স চাপানো হয় মদের ওপর। ফলে, সব ধরনের মদের দাম বাড়ে।৯ এপ্রিল এ সংক্রান্ত নির্দেশনামা জারির পর এপ্রিলে মদ বিক্রির পরিমাণ ৮৪ শতাংশ এবং মে মাসে ৩৫ শতাংশ কমেছে বলে মদ বিক্রেতাদের সংস্থা জানাচ্ছে। তাদের দাবি, বিক্রয় কর পাঁচ থেকে দশ শতাংশের মধ্যে ধার্য করার।তারা দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারের দৃষ্টান্ত টানছে। চূড়ান্ত করোনাকালে দিল্লিতে মদের দামের ওপর ৭০ শতাংশ বিক্রয় কর চাপায়। কিন্তু এখন ভ্যাটের ওপর পাঁচ শতাংশ হারে কর চাপানো হয়েছে। ফলে মদের দাম কমেছে। বিক্রি বেড়েছে। মমতা সরকারের কাছে বিক্রেতাদের আবেদন, কর কমালে বিক্রেতাদেরও লাভ, লাভ সরকারেরও।

You might also like