মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ সড়কে বাস রেখে যাত্রী ওঠালে ট্রাফিক পুলিশ মামলা দেয়। মামলার প্রতিবাদে রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনের সড়ক অবরোধ করেছিলেন পরিবহন শ্রমিকরা।এতে মহাখালী ও আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখেন। পরে ট্রাফিক পুলিশ ও তেজগাঁও পুলিশের অনুরোধে সড়ক থেকে সরে যান শ্রমিকরা।এই অবরোধের কারণে বিজয় সরণি থেকে ফ্লাইওভার হয়ে যানবাহন বা দিকে টার্ন করলেও সামনে যানজটের মুখে পড়ে। আবার ডানের মগবাজার সাতরাস্তা অভিমুখে রাস্তা পুরোপুরি বন্ধ যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে মহাখালী থেকে আসা লেনও স্থবির হয়ে পড়ে।তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, পরিবহন শ্রমিকরা মহাখালী বাস টার্মিনাল সামনে সড়ক অবরোধ করেছিল।ডিএমপি ট্রাফিকের মহাখালী জোনের সহকারী কমিশনার জুনায়েদ জাহিদী জানান, একজন চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। ওই চালক সড়কে বাস রেখে যাত্রী উঠাচ্ছিলেন, এতে অন্য যানবাহন চলাচল বাধাগ্রস্ত হওয়ায় ট্রাফিক সার্জেন্ট মামলা দেন। মারধরের কোনো ঘটনা ঘটেনি।

You might also like