মহাসড়ক অবরোধের আল্টিমেটাম নবীগঞ্জে ইউপি চেয়ারম্যনের  মারপিটে পরিবহন শ্রমিক আহত

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদের বিরুদ্ধে এক পরিবহন শ্রমিককে মারধরের অভিযোগ উঠৈছে। ঘটনার পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা জেলাসহ সর্বত্র এটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারা থানা পুলিশকে অবগত করে রাতের মধ্যেই প্রতিবাদ সভার ডাক দিয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে। পরিবহন শ্রমিকরা মহাসড়ক অবরোধের আল্টিমেটাম দিয়েছে।জানা যায়, বাহুবল উপজেলার ¯œানঘাট ইউনিয়নের অমৃর্তা গ্রামের প্রাইভেট কারচালক আব্দুল জব্বার খান (৩০) গত রোববার বিকেলে কুর্শি ইউনিয়নের রতনপুর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে আসেন। এ সময় কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমানের এনাতাবাদ গ্রামের বাড়ির সামনে ড্রাইভার আব্দুল জব্বার তার গাড়িটি পার্কিং করে রাখেন। কিছু পরে চেয়ারম্যান খালেদ নিজের গাড়ি নিয়ে বাড়িতে ঢুকতে চেষ্টা করেন। কিন্তু আব্দুল জব্বারের গাড়ির জন্য ঢুকতে না পেরে উত্তেজিত হয়ে ওই চালককে মারপিট করেন। এতে আব্দুল জব্বার আহত হন। খবর পেয়ে গাড়ি মালিক তোফাজ্জুল হোসেন এসে চেয়ারম্যানকে থামানোর চেষ্টা করেন। পরে মালিকের সহায়তায় গাড়ি ও আহত শ্রমিক জব্বার খানকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত আব্দুল জব্বারের গাড়িতে থাকা লোকজন স্থানীয় নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরীকে বিষয়টি জানান। তবে উপজেলা চেয়ারম্যানের সাথে কথা হলে তিনি এ বিষয়ে কোন কোন মন্তব্য করতে চাননি। এদিকে উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে কোন সমধান না পেয়ে জব্বার খান নবীগঞ্জ, বাহুবল ও হবিগঞ্জ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে জানালে শ্রমিক নেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে কর্মসূচি গ্রহণের উদ্দেশ্যে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ সোমবার রাতে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন। এখান থেকে বিচারের দাবিতে মানববন্ধন বা মহাসড়ক অবরোধ কর্মসুচির মতো কর্মসূচির আভাস পাওয়া গেছে।অপর দিকে বিষয়টি সমাধানের জন্য ইউপি চেয়ারম্যান খালেদ দৌঁড়ঝাপ শুরু করেছেন। তার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষযটির সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনার সাথে তিনি জড়িত নয়, কে বা কারা করেছে আমি জানি না।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদ বলেন, আমি ঘটনাটি শুনেছি। তবে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।

You might also like