মাইক্রোবাসের ধাক্কায় ভেঙ্গে পড়লো বৈদ্যুতিক খুঁটি
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ নগরির সাগরদিঘীর পাড় এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় ভেঙ্গে পড়েছে খুঁটি। ৩ জুলাই সোমবার ভোর সাড়ে ৪টার দিকে সাগরদিঘীর পাড় এলাকার শ্মশান ঘাটের সামনে এ ঘটনা ঘটে। তবে, কেউ হতাহত হয়েছেন বলে জানা যায়নি। খুঁটির সঙ্গে ধাক্কা লাগায় ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই গাড়িতে কাউকে পাওয়া যায়নি। গাড়ির নাম্বার ঢাকা মেট্রো-চ ২০-০৬২১। গাড়িতে কে বা কারা ছিলো তা কেউ জানেন না।স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে বিকট শব্দ শুনেন। মুষলধারে বৃষ্টি হওয়ায় কেউ সে সময় বের হননি। পরে বের হয়ে বৈদ্যুতিক খুঁটির সামনে এলে গাড়িটি পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। গাড়িটি বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা দেয়ায় খুঁটি ভেঙ্গে যায়। ফলে এই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গাড়িটির মালিক জনৈক মিনহাজ উদ্দিন।এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, গাড়ির প্রকৃত মালিকের পরিচয় আমরা জানতে পারিনি। রেকার দিয়ে গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে।