মাগুরার মুক্তিযুদ্ধের সংগঠক মনোয়ারা জামান আর নেই
নিউজ ডেস্ক
সত্যবাণী
মাগুরা: মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী, মুক্তিযুদ্ধের সংগঠক মনোয়ারা জামান (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।তিনি মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের মা।তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রবিবার বিকাল ৫টা ১৫ মিনিটে মাগুরা পশু হাসপাতালপাড়াস্থ নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিক, কিডনি ও লিভার জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ২ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আগামীকাল সোমবার সকাল ১০ টায় শহরের পি টি আই মাঠে জানাজার নামাজ শেষে ভায়না পৌর গোরস্থানে তাকে দাফন করা হবে।
আওয়ামীলীগের দুর্দিনে মাগুরার রাজনীতিতে বেগম মনোয়ারা জামান নেপথ্যে থেকে দলকে সংগঠিত ও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।তার স্বামী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এ্যাডভোকেট আছাদুজ্জামান মাগুরা-২ আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন।তার বড় মেয়ে কামরুল লাইলা জলি মাগুরা-যশোর আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন।তার তৃতীয় পুত্র এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধানমন্ত্রীর সাবেক সহকারি একান্ত সচিব ও বর্তমানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য।