মাধবপুর থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সত্যবাণী
সিলেট অফিসঃ হবিগঞ্জের মাধবপুরে ইউনুস মিয়াকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাধন সাঁওতাল বিষ্ণু (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জগদীশপুর লেবামারা চা বাগানের বীরবল সাঁওতালের ছেলে। হত্যাকাণ্ডের প্রায় ১৭ বছর পর তাঁকে গ্রেফতার করা হলো।
মাধবপুর থেকে সংবাদদাতা জানান, ৫ অক্টোবর বৃহস্পতিবার রাত আড়াইটায় মাধবপুর থানার এএসআই জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জগদীশপুর লেবামারা বাগানের নিজ বাড়ি থেকে হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি সাধন সাঁওতাল বিষ্ণুকে গ্রেফতার করে। মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম খাঁন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২০০৬ সালে সুদের টাকার লেনদেন নিয়ে সাধন সাঁওতাল ইউনুস মিয়াকে হত্যা করে পালিয়ে বেড়ায় প্রায় দেড় যুগ। হত্যা মামলায় সাধন সাঁওতাল বিষ্ণুকে আদালত যাবজ্জীবন সাজা ও ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। কিন্তু তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে এএসআই জিয়ার নেতৃত্বে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
You might also like