মানবসেবা অক্সিজেন ব্যাংকে সৈয়দ আনাস পাশা’র সিলিণ্ডার দান
প্রেস বিজ্ঞপ্তি ডেস্ক
সত্যবাণী
হবিগঞ্জ: মহামারী করোনা সংক্রামন রোধ এবং হবিগঞ্জ জেলায় অক্সিজেন সংকট মোকাবেলায় মানবসেবা সামাজিক সংগঠন এর উদ্যোগে গঠিত ‘বিনামূল্যে মানবসেবা অক্সিজেন ব্যাংক’ কার্যক্রমে ১টি লিন্ডে অক্সিজেন সিলিণ্ডার প্রদান করেছেন যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সাংবাদিক সৈয়দ আনাস পাশা। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ শহরের সবুজবাগে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সৈয়দ আনাস পাশা’র পক্ষে হবিগঞ্জ জেলা বারের সিনিয়র আইনজীবী ও মানবসেবা সামাজিক সংগঠন এর উপদেষ্টামন্ডলীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বাস অক্সিজেন সিলিন্ডারটি আনুষ্ঠানিকভাবে ‘মানবসেবা অক্সিজেন ব্যাংক’ নেতৃবৃন্দের হাতে তুলে দেন। সিলিন্ডার গ্রহনকালে মানবসেবা সামাজিক সংগঠনের সভাপতি এস এম ফরহাদ আহমেদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় সৈয়দ আনাস পাশা’র প্রতি কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য যে, ৮০’র দশকের প্রগতিশীল ছাত্র নেতা, বৃটেন থেকে প্রচারিত দৈনিক সত্যবানী’র সম্পাদক ও প্রকাশক, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আনাস পাশা সর্বদা দেশে-বিদেশে বহু মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন। তিনি ভবিষ্যতেও মানবসেবা সামাজিক সংগঠনকে সহায়তা প্রদান করবেন বলে মানবসেবা সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দকে আশ্বাস প্রদান করেন।