মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ প্রশিক্ষণ বাণিজ্য ও ঋণভিত্তিক মানি লন্ডারিং  প্রতিরোধে সচেতনতা জরুরি:একেএম এহসান

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ এবি ব্যাংক লিঃ সিলেটের উদ্যোগে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শনিবার নগরির একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পরিদর্শন) একেএম এহসান।এবি ব্যাংকের এসইভিপি (ক্যামলকো) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও আঞ্চলিক ভিপি ও ক্লাস্টার হেড মো. ওলিউর রহমানের পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্যে একেএম এহসান বলেন, মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে জানা জরুরি। মানিলন্ডারিং এর বিভিন্ন রকম ইমপ্যাক্ট আছে, সবচেয়ে বড় ইমপ্যাক্ট জাতীয়ভাবে ক্ষতিগ্রস্ততা। বাণিজ্যভিত্তিক ও ঋণভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধে সকলের সচেতনতা জরুরি। এটি থাকলে মানুষ এ ব্যাপারে সোচ্চার এবং প্রতিরোধ করা সহজ হবে।এবি ব্যাংক সিলেট অঞ্চলের বিভিন্ন শাখার ৮৬ জন কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন ইভিপি মশিউর রহমান, এসএভিপি হাফিজ আল আসাদ।

You might also like