মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হলেন পারভীন মাহমুদ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ মানুষেরজন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর চেয়ারপারসন হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন পারভীনমাহমুদ।রোববার (২৩ মার্চ) এ পদে মনোনীত হওয়ার আগে তিনি এমজে এফ-এর পরিচালনা পর্ষদেরসদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পারভীন মাহমুদ বাংলাদেশের আর্থিক এবং উন্নয়নখাতে একজন পথিকৃৎ। তিনি ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর প্রথম নারী প্রেসিডেন্ট (২০১১) এবং সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (SAFA)-এর প্রথম নারী বোর্ড সদস্য এবং প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালে তিনি সিএফিমেল ফোরাম – উইমেন ইন লিডারশিপ কমিটি, আইসি এবি প্রতিষ্ঠাকরেন এবং ২০১৯ সাল পর্যন্ত সাফাউইমেন ইন লিডারশিপ কমিটি-রভাইস চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালনকরেন।
তার বর্ণাঢ্য ক্যারিয়ারে পারভীন মাহমুদ উন্নয়ন ও বেসরকারি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ক্যারিয়ারের শুরুতে তিনি ব্র্যাকে কাজ করেন।এরপর তিনি এসিএনএ বিআই এন অ্যান্ড কো., চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর পার্টনার,পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং গ্রামীণ টেলিকম ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।বর্তমানে তিনি শাশা গার্মেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং আর ডিআর এস বাংলাদেশ-এর চেয়ার পারসন। বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এরমধ্যে উল্লেখযোগ্য হলো ব্র্যাকইন্টারন্যাশনাল, সেন্টার ফর পলিসিডায়ালগ (সিপিডি) এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র (বিএসকে)-এর প্রথমনারী বোর্ড সদস্য হিসেবে।তিনি ফ্রেন্ডশিপ, হারস্টোরি ফাউন্ডেশন, মনেরবন্ধু, হিরোজ ফর অলএবং সিডারইন্টারন্যাশনাল স্কুলের বোর্ডেও যুক্ত। এছাড়া তিনি ম্যারিকো বাংলাদেশ, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পারভীন মাহমুদ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। সম্প্রতি তিনি লিডারশিপ ইন ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ক্যাটা গরিতে টপ ৫০ প্রফেশনাল অ্যান্ড ক্যারিয়ার উইমেন অ্যাওয়ার্ড ২০২৩ শ্রীলঙ্কা অর্জন করেছেন। এর আগে তিনি অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৯,বেগম রোকেয়া শাইনিংপার্সোনালিটি অ্যাওয়ার্ড (২০০৬), জয়া আলোকিত নারী পুরস্কার (২০১৮) এবং বেসিস এবং বোল্ড থেকে নারী ক্ষমতায়নে অবদানের জন্য পুরস্কার পেয়েছেন।ছোট ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতের উন্নয়নে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তিনি এসএমই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য এবং এসএ মইউই মেনস ফোরামের আহ্বায়ক ছিলেন।
জাতিসংঘের ইউ এনসিটি এডি/আইএসএ আরেরকন সালটেটিভ গ্রুপ অন সোশ্যাল ইন্ডিকেটরস-এর ওয়ার্কিংগ্রুপের সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।নারী ক্ষমতায়ন, আর্থিক উন্নয়নএবং সামাজিক ন্যায় বিচারের প্রতি তার দীর্ঘদিনের অবদানের মাধ্যমে পারভীন মাহমুদের নেতৃত্বে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আরও শক্তিশালী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মঞ্জুরএলাহী দীর্ঘদিন এমজেএফ- এর চেয়ার পার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ১২ মার্চ সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাসত্যাগ করেন। পারভীন মাহমুদ সাবেক চেয়ারপারসনের স্থলাভিশিক্ত হবেন।