মারা গেলেন লন্ডনে বাংলাদেশ হাইকমিশন কর্মকর্তা নাসরিন
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (পলিটিক্যাল) নাসরিন মুক্তি মারা গেছেন। লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি … রাজিউন)। সোমবার (৪ সেপ্টেম্বর) লন্ডনের একটি হাসপাতালে স্থানীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তি। মৃত্যুকালে তিনি স্বামী, এক কন্যা সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।নাসরিন মুক্তির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যান্সারের মতো অত্যন্ত জটিল রোগে আক্রান্ত হয়েও নাসরিন মুক্তি তার দায়িত্ব পালনে অত্যন্ত সচেষ্ট ছিলেন। অসুস্থ হয়েও সরকারি দায়িত্ব পালনে তার আন্তরিকতা প্রশংসার যোগ্য। বিসিএস ২০তম ব্যাচের প্রশাসন ক্যাডারের সদস্য নাসরিন মুক্তি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।