মার্চে সিলেটে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ মার্চের ফিফা উইন্ডোতে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০ থেকে ২৮ মার্চ টুর্নামেন্ট হবে সিলেট জেলা স্টেডিয়ামে। সোমবার বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।ত্রিদেশীয় টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ব্রুনাই এবং সিশেলস। ত্রিদেশীয় টুর্নামেন্ট উপলক্ষে জাতীয় ফুটবল দলের অনুশীলন শুরু হবে ৩ মার্চ।ন্যাশনাল টিমস কমিটির সভায় সভাপতিত্ব করেন বাফুফে সহ-সভাপতি ও কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।