মালদ্বীপের প্রেসিডেন্টের ঢাকা ত্যাগ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মাদ সোলিহ বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা ত্যাগ করেছেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন অনুষ্ঠানে অংশ নিতে দু’দিনের সরকারি সফর শেষে তিনি ঢাকা ছাড়েন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ‘মালদ্বীপের প্রেসিডেন্ট ও ফাস্ট লেডিসহ তার অন্যান্য সফরসঙ্গীদের বহন করা আমিরাত এয়ারলাইন্সের একটি বিমান বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচআইএসএ) ছেড়ে যায়।তিনি আরো জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বিমানবন্দরে মালদ্বীপের প্রেসিডেন্টকে বিদায় জানান।এরআগে দু’দিনের সরকারি সফরে বুধবার সকালে এখানে পৌঁছানোর পর মালদ্বীপের প্রেসিডেন্টকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়।বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন অনুষ্ঠানে অংশ নিতে আসা বিশ্ব নেতাদের মধ্যে সোলিহ হলেন প্রথম নেতা।সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেন।