মালয়েশিয়া থেকে ১৪০ বাংলাদেশি দেশে ফিরেছেন
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ করোনা মহামারীতে মালয়েশিয়ায় আটকে পড়া ১৪০ বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা ঢাকায় এসে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।তাহেরা খন্দকার জানান, বুধবার বিমানের একটি বিশেষ ফ্লাইট কুয়ালামপুর থেকে ১৪০ জনকে নিয়ে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ঢাকায় এসেছে।জানা যায়, করোনা ভাইরাস মহামারির কারণে বিশ্বজুড়ে স্বাভাবিক বিমান চলাচল বন্ধ। এ সময় আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়েছে।এর আগে গত চার মাসে চীন, ভারত, মালয়েশিয়া, বাহরাইন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ২০টি দেশ থেকে ৬ হাজার ২৪১ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এর মধ্যে গত ৪৫ দিনে দেশে ফিরেছেন ৮ হাজার ৯৭৬ জন প্রবাসী। সব মিলিয়ে এ পর্যন্ত ১৫ হাজার ২১৭ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।