মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও কমিউনিটি নেতা আলহাজ্ব কলা মিয়া স্মরণে সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ বৃটেনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও কমিউনিটি নেতা আলহাজ্ব কলা মিয়া স্মরণে গত ১৫ জুলাই শনিবার বৃটিশ বাংলাদেশী হিস্ট্রি এণ্ড হেরিটেজ কাউন্সিলের উদ্যোগে এক স্মরণ সভা ও দোয়ার মাহফিল পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ উডেহাম সেন্টারে অনুষ্ঠিত হয় ।সংগঠণের আহ্বায়ক কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব খান জামাল নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন -প্রফেসর ডাঃ শাহজালাল সরকার ,আলহাজ্ব নুর বক্স ,সাংবাদিক আফসর উদ্দিন ,সলিসিটর ইয়াওর উদ্দিন ,বীর মুক্তিযাদ্ধা মোহাম্মদ মোস্তফা ,মাওলানা রফিক আহমদ রফিক ,মাওলানা আশরাফুল ইসলাম ,হাজী ফারুক মিয়া ,কবি শিহাবুজ্জ্মান কামাল ,আশরাফ উদ্দিন মাষ্টার ,সাইফুর রহমান পারভেজ ,সাংবাদিক জয়নাল আবেদীন ,যুব নেতা রায়হান উদ্দিন এবং মরহুমের পুত্র নজরুল ইসলাম ও জুবের হোসেন ।

সভায় দোয়া পরিচালনা করেন টিভি প্রজেন্টার ও আলেমে দ্বীন মাওলানা আব্দুল কুদ্দুছ ।
সভায় বক্তারা – আলহাজ্ব কলা মিয়া রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।বক্তারা বলেন -আলহাজ্ব কলা মিয়া বহু গুণের অধিকারী ছিলেন ।তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রবাসী সংগঠক হিসাবে কাজ করেন ।তিনি ইজলিংটন অ্যাকশন কমিটির সাংগঠণিক সম্পাদক ছিলেন ।পাকিস্তান হাই কমিশনের সামনে বিক্ষোভ চলাকালে গ্রেফতার হন ।তিনি সিলেট হাউজিং কো-অপারেটিভের চেয়ারম্যান,নওয়াই দক্ষিণভাগ মাদ্রাসা ট্রাস্টের চেয়ারম্যান ,স্টেপনী সেকেন্ডারি স্কুল গভর্নিং বডির চেয়ার ,গ্রেটার সিলেট কাউন্সিল ইষ্ট লণ্ডন শাখার প্রতিষ্ঠাতা সেক্রেটারী ,গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের ট্রাষ্টি সহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন ।বৃদ্ধ বয়সেও কমিউনিটির প্রতিটি আন্দোলনে সোচ্চার ভূমিকা পালন করতেন ।তিনি নিয়মিত কুরআন শিক্ষার ক্লাসে অংশ নিতেন ।ব্যক্তিগত জীবনে অত্যন্ত পরহেজগার ও খুব সাহসী ব্যক্তি ছিলেন ।

You might also like